হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছেন্না! নিজেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার…
যাহারা হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছেন্না, তাহারা ডিসপেনসারিতে অথবা হার্ডওয়্যার এর দোকানে গিয়ে বলুন “নার্স এবং ডাক্তাররা হাত জীবাণু মুক্ত করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করে, সেই কেমিক্যাল দিন (Clinical Spirit আথবা Isopropyl Alcohol আথবা Rubbing Alcohol)”। এই কেমিক্যাল হ্যান্ড স্যানিটাইজার হিসাবে খুব ভাল কাজ করে। এই কেমিক্যাল প্রতি লিটারের দাম রাখবে ১০০ থেকে ১৩০ টাকা। এই কেমিক্যালের সাথে Glycerin ব্যাবহার করতে পারেন। Glycerin ব্যাবহারের কারণে ইহা ঘন হবে এবং ব্যাবহারে সুবিধা হবে। এই ক্ষেত্রে আনুপাত হবে, উক্ত কেমিক্যাল বা Isopropyl Alcohol ৭০% এবং Glycerin ৩০%। এই উপাদানের প্রতি ১০০ এম এল এর সাথে ১০ থেকে ১২ ফোঁটা জলপাই এর তেল বা নারিকেল তেল ব্যাবহার করতে পারেন।
এই কেমিক্যাল (Clinical Spirit) দেখতে বর্নহীন। ইহা দাহ্য পদার্থ। এটি ব্যাবহারের সময় এবং ব্যাবহারের পর নাশুকানো পর্যন্ত আগুন থেকে দূরে থাকতে হবে।